ডিমলায় তিন বাড়ির ইউপি নির্বাচন

  25-09-2018 08:06PM

পিএনএস, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বিগত কয়েক বৎসর ছিটমহলের সীমানা নির্ধারণ জটিলতা সৃর্ষ্টি ফলে হাইকোর্টে আইনি জটিলতা শেষে ২০১০ এর বিধি ১০ অনুযায়ী ৪নং খগা খড়িবাড়ী, ৫নং গয়াবাড়ী ও ৯নং টেপা খড়িবাড়ী এই তিন ইউনিয়নে আগামী ২১ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

র্নিবাচন কমিশন সূত্রে জানা যায়, উক্ত তিন ইউ,পি’র মোট ভোটার সংখ্যা- ৪৪ হাজার ২ শত ৭০ জন। ২৭ শে সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল, যাচাই-বাছাই ২৯ শে সেপ্টেম্বর, ৪ঠা অক্টোবর প্রার্থী পদ প্রত্যাহারের শেষ তারিখ।

এ প্রসঙ্গে বিলুপ্ত ছিটমহল সহ ইউ.পি বাসীরা আনন্দে আত্মহারা হয়েছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহায়তায় ছিটবাসীরা ভোটার অধিকার ও নাগরিকত্বের অধিকার ফিরিয়ে পেয়ে জননেত্রীক শেখ হাসিনা কে ধন্যবাদ জানায়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন