গফরগাঁওয়ে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

  12-10-2018 04:46PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের রডের আঘাতে গুরুতর আহত ছোট ভাইয়ের ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সহোদর ভাইয়ের রডের আঘাতে হাতে নিহত মাহবুবুল আলম আওয়াল (৪২) গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পাঁচ ছেলের মধ্যে তৃতীয় সন্তান।

শুক্রবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার আগে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গফরগাঁওয়ের পুরাতন ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন বিশ্বরোড মোড়ে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিরোধ নিয়ে এক সালিশ দরবার শুরু হলে এতে বাক-বিতন্ডার এক পর্যায়ে বড় ভাই নূর ইসলাম পাশের দোকান থেকে রড নিয়ে ছোট ভাই আব্দুল আওয়ালকে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি।

থানা পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার সালটিয়া ব্রিজ সংলগ্ন পৌর শহরের ষোলহাসিয়া মৌজাতে অবস্থিত জমির সীমানা নিয়ে উপজেলার চরআলগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পাঁচ ছেলে নূরুল ইসলাম (৬০), বদরুল আলম (৫৫), শাহজাহান (৪৭), আওয়াল (৪২), জুয়েল (৩০) এর মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে শাহজাহান,আওয়াল ও জুয়েল বিরোধপূর্ণ জমিতে মেহগনি গাছের চারা লাগাতে গেলে পাঁচ সহোদরের মধ্যে ঝগড়া হয়।এসময় স্থানীয়রা আপাততঃ বিরোধ মিটিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন। পরে এ নিয়ে বিকেলে স্থানীয়রা আবার তাদের নিয়ে এক শালিসে বসেন। এতে বাক-বিতন্ডার এক পর্যায়ে বড় ভাই নূর ইসলাম পাশের দোকান থেকে রড নিয়ে ছোট ভাই আব্দুল আওয়ালকে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। এসময় অপর ছোট ভাই জুয়েলও রডের আঘাতে গুরুতর আহত হন।

পরে সালিশের লোকজন তাকে গুরুতর আহত আওয়ালকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অবস্থার আরো অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে আওয়াল মারা যান।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ জানান, পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি,তবে বিস্তারিত খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন