কাহারোলে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

  13-10-2018 12:49PM



পিএনএস, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় দিনাজপুরের কাহারোলেও আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি ও ব্র্যাক-এর যৌথ সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী’র নেতৃত্বে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ স্মৃতি সৌধে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুনজুরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ কুতুব উদ্দীন, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন