বীরগঞ্জ সরকারি কলেজে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবন উদ্বোধন

  13-10-2018 07:40PM

পিএনএস, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বীরগঞ্জ সরকারি কলেজের আয়োজনে কলেজ চত্বরে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠান ও শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট আইসিটি একাডেমিক ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, মফস্বলের শিক্ষার্থীরা সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাচ্ছে কেবলমাত্র শেখ হাসিনার কারণে। বিজ্ঞান প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থাই জীবন-যাত্রার মানকে সুন্দর করতে পারে, বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার কোন বিকল্প নাই।

বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. খয়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শনিবার বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর জোন এর নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান।

কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম মিন্টু ও প্রভাষক শিপু সাহা, প্রভাষক আল মামুন এর প্রাণবন্ত সঞ্চালনায় কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নইমুদ্দিন আহমেদ, কলেজের সাবেক জিবি সদস্য বিমল চন্দ্র দাস, কলেজের উপাধ্যক্ষ সন্তোষ কুমার রায়, ওসি তদন্ত বিশ^ নাথ গুপ্ত ও দিনাজপুর শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. শাহ আলম প্রমুখ। এর আগে ফিতা কেটে ‘বীরগঞ্জ সরকারি কলেজ' এর নামকরণের উদ্বোধন করেন প্রধান অতিথি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন