তানোরে কর্দমাক্ত রাস্তা সংস্কার করলেন গ্রামবাসি

  13-10-2018 09:49PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : জেলার তানোর পৌরসভার ৩ নম্বর ওর্য়াড ধানতৈড় গ্রাম। গ্রামে ডুকতেই মসজিদের পার্শ্বের রাস্তা থেকে গ্রামে গড়ে উঠা ছোট্ট বাজার পর্যন্ত প্রায় ২শত' ফিট কর্দমাক্ত রাস্তার বেহাল অবস্থা। আর গত তিনদিনের বৃষ্টিতে কর্দমাক্ত রাস্তাটি আরও চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। তাই আজ শনিবার সকালে বেহাল এই কর্দমাক্ত রাস্তাটির সংস্কার কাজে নিজ উদ্যোগে নেমে পড়লেন গ্রামবাসি।

স্থানীয় ওই গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন থেকে রাস্তাটির বেহাল অবস্থা। এতে ধানতৈড় গ্রামসহ আশেপাশের অতন্ত ৪টি গ্রামের লোকজন এই রাস্তায় যাতায়েত করেন। ফলে গ্রামের এই জনগুরুত্বপূর্ণ রস্তাটির এমন বেহাল অবস্থা দেখে আমরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করি।

ধানতৈড় গ্রামের আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, হারুন অর রশীদ, আব্দুস সোহবান, মনিরসহ অনেকেই জানান, আমরা নিজেরাই এই কর্দমাক্ত রাস্তায় মাটি ফেলে ঠিক করছি। একটু বৃষ্টি হলেই এই রাস্তায় চলাচল করা যায় না। কাদার প্যাকে গাড়ি নিয়ে চলাচলা তো আর দুর্বিসহ হয়ে ওঠে। এমন বেহাল রাস্তার দশা দেখেও যখন কর্তৃপক্ষের টনক নড়েনি তখন আর কি করা, নিজেরাই আমরা বাধ্য হয়ে রাস্তার কাজে নেমে পড়েছি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন