ডিমলায় ঝুনাগাছ চাপানী পূজা উদ্যাপন কমিটির মতবিনিময় সভা

  15-10-2018 08:17PM

পিএনএস, নীলফামারী ডিমলা প্রতিনিধি : “ধর্ম যার যার উৎসব সবার”এ শ্লোগানকে সামনে রেখে ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ হলরুমে ১৪ অক্টোবর সকালে অবসর প্রাপ্ত শিক্ষক যতিন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে, ইউপি সচিব সুবাস চন্দ্র রায় এর সঞ্চালনায় ঝুনাগাছ চাপানী কেন্দ্রী সার্বজনীন দূর্গা মন্দির , উত্তর সোনাখুলী আশ্রয়ন কেন্দ্র সার্বজনীন দূর্গা মন্দির , উত্তর সোনাখুলী দীনবন্ধু বাবু পাড়া সার্বজনীন দূর্গা মন্দির , দুদিয়া পাড়া কালিরথান সার্বজনীন দূর্গা মন্দির , কাকড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি , সাধারন সম্পাদক ও পুরোহিতদেরকে নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান , অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক মধুবাবু , শিক্ষক বনমালী রায়, শ্যামল কুমার রায়, মহেশ্বর চন্দ্র রায়, তপন কুমার রায়, নিতাই চন্দ্র সেন , বিন্যাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হারুন-অর-রশীদ, সমাজসেবক মোজাফ্ফর হোসেন , জামিনুর রহমান, সোনাখুলী হাজ্বী জহরতুল্যা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম রব্বানী বাবু , প্রমুখ।

মতবিনিময় সভার ১ম পর্ব শেষে দূর্গা পূজাকে দূর্গোৎসবে পরিনত করার জন্য চেয়ারম্যান নিজ অর্থায়নে ব্যক্তি উদ্দ্যোগে সাম্প্রদায়িক , সম্প্রতি বজায় রাখার জন্য আড়ম্ভপূর্ন মনোমুগ্ধকর পরিবেশে এ পূজা উৎসবকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে প্রধান অতিথি প্রতিটি মন্ডবে নগদ অর্থ, পুরোহিত ও বাদ্যবাদকদেরকে বস্ত্র সামগ্রী বিতরন করেন। অপরদিকে ৭ নং খালিশা চাপানী ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান সরকার ১২টি পূর্জা মন্ডবে একই প্রক্রিয়ায় বিতরন করেন ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন