ক্যান্সারের উপজেলা ভাইস চেয়ারম্যানের মুত্যু

  16-10-2018 07:27AM

পিএনএস ডেস্ক: দীর্ঘ দুই বছরেরও বেশি সময় মরণব্যাধি ক্যান্সারে অবশেষে মারা গেলেন গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পুন্যকান্তি ত্রিপুরা। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গুইমারার সিন্ধুকছড়ির নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ জনপ্রতিনিধি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা পুন্যকান্তি ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানা যায়, দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ভাইস চেয়ারম্যান পুন্যকান্তি ত্রিপুরা। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা থাকলেও তার আগেই তিনি মারা যান।

পুন্যকান্তি ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শহীদুল ইসলাম ভুইয়া ফরহাদ, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ এবং সাধারণ সম্পাদক শেখ মো. ইব্রাহিমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ মার্চ অনুষ্ঠিত গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ প্রার্থীসহ তিন প্রার্থীকে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন পুন্যকান্তি ত্রিপুরা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন