বকশীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার সামীর সাত্তার

  18-10-2018 07:04PM

পিএনএস, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালো বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তার। এ সময় তিনি ওই ক্ষতিগ্রস্থ পরিবারকে ঘর উত্তোলনের জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।
জানা গেছে, গত সোমবার রাতে নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদর চর গ্রামের আবদুল করিম ফকিরের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । ওই অগ্নিকান্ডে আবদুল মতিন ফকিরের তিন টি ঘর পুড়ে যায়। আর এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন তরুন আইনজীবী ও বকশীগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার সামীর সাত্তার।

গতকাল বৃহস্পতিবার বিকালে নতুন করে ঘর নির্মাণ করার জন্য আবদুুল মতিন ফকিরকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। অর্থ বিতরণকালে নিলক্ষিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, রিপন মিয়া, ব্যবসায়ী খোকন আকন্দ, সাখাওয়াত হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগেও তিনি বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ঘর তৈরি, অসহায়দের কর্মস্থান সৃষ্টির জন্য অর্থ বিতরণ , যুবক-যুবতীদের স্বাবলম্বীর করার জন্য সেলাই মেশিন বিতরণ করেছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন