ডিমলায় জেলা পরিষদের টিউবওয়েল বিতরণ

  19-10-2018 06:59AM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলার জেলা পরিষদ আয়োজনে ১৮ অক্টোবর ৫ নং গয়াবাড়ী , ৬ নং নাউতারা , ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ৬০ জন দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়।

এত প্রধনা অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও প্রথম শ্রেণীর ঠিকাদার আলহাজ্ব সেলিম সরকার (লেবু), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলুল কবির , সিনিয়র সহকারি প্রকৌশলী রবিউল ইসলাম এছাড়াও স্ব স্ব ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পানির অপর নাম জীবন , আর সে জীবনের জন্য চাই নিরাপদ পানির ব্যবস্থা। তাই ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে তালিকা প্রণয়ন এবং তা যাচাই বাছাই করে দরিদ্র ও হতদরিদ্র পরিবারদের মাঝে জেলা পরিষদের সহায়তায় ১০ ফিট ফিল্টার ০১টি ,স্টিলের পাইপ ০৫ ফিট ০১টি এবং আর,এফ,এল এর ০৩টি ৪৫ ফিট পাইপ বিনামূল্য বিতরন করা হয় তাই আসুন স্থানীয় সরকার ব্যবস্থাকে নিখুত তথ্য প্রদান করে সহায়তা করি ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন