সুন্দরগঞ্জে ট্রেনের চাকায় হাত-পা হারা সোহেলের আকুতি

  21-10-2018 04:00PM


পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সোনার পাড়া গ্রামের বাকী মিয়ার ছেলে সোহেল অভাব অনটনের মধ্যেও কৃষি ডিপ্লোমা পাশ করার পর জীবিকা নির্বাহের তাগিদে ঢাকায় আরএফএল কোম্পানিতে চাকুরী করেন।

গত ঈদ-উল-ফিতরে পিতা-মাতা, ভাই বোনের সাথে ঈদ করার জন্য বাড়ি ফেরার সময় বিমানবন্দর রেল ষ্টেশনে ট্রেনে উঠার সময় হাত ফসকে গিয়ে পড়ে গেলে ডান হাত ও ডান পা তার দেহ থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাকে মুমূর্ষ অবস্থায় ফায়ার সার্ভিস এর লোকাজন উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে সোহেল সুস্থ্য হলেও পঙ্গুত্ব নিয়ে বাড়ি ফিরে। এখন তার চলাফেরার একমাত্র অবলম্বন হুইল চেয়ার। সে জানায়, আমি স্বাভাবিক ভাবে চলাফেরা করতে চাই, কিন্তু নিয়তির কি পরিহাস তা পাচ্ছি না। কৃত্রিম হাত, পা সংযোজন করলে হয়তো আমি কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। তাই সকলের সহযোগিতা কামনা করছি। তার বাবা একজন অবসর প্রাপ্ত সেনা সদস্য। ২ ভাই ১ বোনের সংসারে সোহেল সবার বড়। সোহেলের উপড় অনেকটা ভরসা ছিল তার পিতা মাতার। কিন্ত সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হয়েছে। এদিকে তার কৃত্রিম হাত, পা সংযোজনের জন্য অনেক টাকার প্রয়োজন। অসহায় পিতার পক্ষে তার খরচ বহন করা সম্ভব না হওয়ায় তিনি দেশের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তির নিকট ছেলের জন্য সাহায্য চেয়ে আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা সোনালী ব্যাংক কামারজানী শাখা, গাইবান্ধা, হিসাব নং ৮৬৮। মোবাইল নম্বর-০১৭৪০-০৩০৮৫২।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন