ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  08-11-2018 10:15PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃংখলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নারী শিশু নির্যাতন প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটি সমুহের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুনের সভাপ্রতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা স্বাস্থ্য অফিসার ডাক্তার নিরঞ্জন রায়, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইন-শৃংখলা কমিটির সকল সদস্য, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, উপজেলা প্রকৌশলী আবু জাফর মো: সালেহ্, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, উপজেলা সমাজসেবা অফিসার (অ:দ:) ফরহাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, পূর্ব ছাতনাউ ইউপি চেয়ারম্যান ও ডিমলা জনতা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিব খান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরকার, নাউতারা ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম লেলিন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন সভার শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে উক্ত কমিটির সভার কার্যবিবরণীর সাথে আরো একটি নতুনভাবে গ্রাম আদালত সংক্রান্ত কমিটি সংযুক্ত করে ঘোষনা দেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন