ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে পুলিশের মোটরসাইকেল মহড়া

  09-11-2018 01:54PM


পিএনএস, ঝিনাইদহ: জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ঠিক রাখতে ঝিনাইদহের মহেশপুর থানার পুলিশ শুক্রবার সকালে মোটরসাইকেল মহড়া শুরু করেছে। শুক্রবার সারাদিন তাদের মহড়া চলবে বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার সকালে প্রায় ৩০-৩৫টি মোটরসাইকেল নিয়ে মহেশপুর থানার পুলিশ সদস্যরা মহড়া দেয়া শুরু করে। মহড়ার শুরুতে তারা উপজেলা শহর প্রদক্ষিণ করে।এরপর মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নের সবগুলোতে মহড়া দেয়ার উদ্দেশে শহর ত্যাগ করে তারা।

আজ সারাদিন সমগ্র মহেশপুর উপজেলায় পুলিশের এই মোটরসাইকেল মহড়া চলবে বলে জানা গেছে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, আমরা ইতোপূর্বে মাদক, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টিকারীদের প্রতিহত করতে মোটরসাইকেল মহড়া দিয়েছি। তারই ধারাবাহিকতায় এই মোটরসাইকেল মহড়া চলছে। যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। সে কারণে আরো বাড়তি নিরাপত্তা জোরদার করা হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন