মোরেলগঞ্জে খামারী ও কৃষকদের দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  12-11-2018 04:43PM

পিএনএস, মোরেলগঞ্জ প্রতনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে খামারী ও কৃষকদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ সোমবার অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. সাইফুজ্জামান খান।
উপজেলা কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউড মিলনায়তনে অনুষ্ঠিত খামারী ও কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার মো. সাহেব আলী।

প্রশিক্ষণে প্রধান অতিথি বলেন, আমাদের প্রতি বাড়িতে হাঁস-মুরগী রয়েছে। রয়েছে অনেক খামারী। শারীরিক পুষ্টির চাহিদা মিটিয়ে আমরা বানিজ্যিক ভাবে এ থেকে লাভবান হতে পারি। তাই এ সম্পদের প্রতি আমাদের যতœবান হতে হবে। যথাসময়ে ভ্যাকসিন ও ঔষধ প্রয়োগ করতে জানতে হবে।

প্রশিক্ষণে উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ৫০ জন খামারী ও কৃৃষক অংশগ্রহন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন