মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান বরিশাল রেঞ্জের ডিআইজির

  12-11-2018 06:12PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে আতœসমর্পনকারী ও পুনর্বাসনকৃত মাদক সেবীদের সাথে পুলিশের মতবিনিময় করেছে পুলিশ।

সোমবার দুপুরে ঝালকাঠি পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম,পিপিএম ।

ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, টেলিভিমন সাংবাদিক সমিতির সাধারণ সাম্পাদক দুলাল সাহা,পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির বাবু ও মাদক থেকে আতœসমর্পনকারী আলতাফ হোসেন,মিজানুর রহমান টিটু প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে, ডিআইজি মো. শফিকুল ইসলাম মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান। এসময় আতœসমর্পনকারী ও পুনর্বাসনকৃত মাদকসেবীদের সহায়তায় পুলিশ তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন ডিআইজি। ঝালকাঠিতে পুনর্বাসনকৃত মাদক সেবীদের সাথে পুলিশের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ৫৪ জন আতœসমর্পনকারী ও পুনর্বাসনকৃত মাদক সেবী অংশ নেয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন