লক্ষ্মীপুরে ২ আসন থেকে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

  13-11-2018 08:40PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুর সদর ও রায়পুর আসন থেকে মনোনয়ন পত্র গ্রহন করেছে জেলা জামায়াতের দু”প্রার্থী। আজ মঙ্গলবার সকালে প্রার্থীদের পক্ষ থেকে জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহন করে দলীয় নেতৃবৃন্দ।

জানা যায়, লক্ষ্মীপুর সদর আসন থেকে বিশিষ্ট চিকিৎসক ও বায়ো ফার্মা এমডি আনোয়ারুল আজিম ও রায়পুর-২ আসন থেকে জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভৃঁইয়ার পক্ষ থেকে মনোনয়ন পত্র গ্রহন করা হয়। এসময় জামায়াত নেতা মমিন উল্যা পাটোয়ারী, হাফিজ উল্যা, আবদুল আউয়াল রাসেলসহ অন্যান্য দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, দলের নিবন্ধন বাতিল করায় জামায়াত নিজস্ব দল থেকে নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্য প্রর্তীক নিয়ে নির্বাচন করতে পারবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন