বেনাপোল সীমান্তে ৫০০ পিস ইয়াবাসহ নারী আটক

  14-11-2018 12:37PM


পিএনএস, বেনাপোল : বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তে অভিযান চালিয় ৫০০ পিচ ইয়াবাসহ জামেনা বেগম (৪৫) নামে এক নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক জামেনা বেগম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। বুধবার (১৪ নভেম্বর) সকাল ৮ টার সময় সাদিপুর মোড় থেকে ইয়াবাসহ তাকে আটক করে বিজিবি।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা বিএসবি'র নায়েক সুমন মিয়ার মাধ্যমে খবর পায় একজন নারী ইয়াবা ব্যবসায়ী ভারত থেকে ইয়াবার একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের মধ্য দিয়ে বেনাপোলের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে জামেনা বেগম নামে একজনকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে মহিলা বিজিবি সদস্যরা তার শরীর তল্লাশি করে ৫০০পিস ইয়াবা উদ্ধার করে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব ইয়াবাসহ নারী ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক জামেনা বেগমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন