শেরপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  14-11-2018 09:59PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে আন্তঃইউনিয়ন চূড়ান্ত প্রতিযোগিতা গত মঙ্গলবার (১৩নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর টাউন পুলিশ ফাঁড়ি মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় শাহবন্দেগী ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে টাউন ক্লাব কলোনি চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবিবের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক বুলবুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজীউর রহমান, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, আ.লীগ নেতা মকবুল হোসেন, বদরুল ইসলাম পোদ্দার ববি, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিমাই ঘোষ, বর্তমান সভাপতি শফিকুল ইসলাম শফিক। এছাড়া অন্যদের মধ্যে আ.লীগ শাহজামাল সিরাজী, দলিল লেখক সমিতির সভাপতি এসএম ফেরদৌস, কমিউনিটি পুলিশিং কমিটির নেতা ফরহাদুজ্জামান শাহীন, তাজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বলেন, দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক চিরতরে নির্মূল করতে হবে। এজন্য জনগণের মাঝে সচেতনতা বাড়াতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন