পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচন ২৫ নভেম্বর

  15-11-2018 06:31PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ নির্বাচন ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই ১৪ নভেম্বর সম্পন্ন হয়েছে। ১১ পদের বিপরীতে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। একই দিন নির্বাচন কমিশন প্রত্যেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে এটিএম নাদিরুজ্জামানকে নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এদিকে সভাপতি পদে তিন জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৈধ প্রার্থীরা হলেন বর্তমান সভাপতি অ্যাড. পঙ্কজ কুমার ধর, সাবেক একাধিকবার নির্বাচিত সাধারন সম্পাদক অ্যাড. অজিত কুমার মন্ডল এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল। সহ-সভাপতি পদে কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর ও দিপঙ্কর কুমার সাহা, যুগ্ম-সম্পাদক পদে অনাদি কৃষ্ণ মন্ডল ও শিবু প্রসাদ সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. বেলাল উদ্দীন ও সাঈদুর রহমান মিঠু, লাইব্রেরী সম্পাদক পদে রেহেনা পরভিন ও সঞ্জয় কুমার মন্ডল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এ ছাড়া সদস্য ৩টি পদে আব্দুল মালেক, সমারেশ মন্ডল, সরদার ছুবেহ্ সাদিক ও অরুন কুমার মন্ডল মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১৮ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারে শেষ দিন। ২৫ নভেম্বর সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবি সমিতি ভবনে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. চিত্ত রঞ্জন সরকার পিএনএসকে জানিয়েছেন। নির্বাচনে সহকারী কমিশনার হিসেবে অ্যাড. সুকান্ত কুমার রায় ও অ্যাড. মোঃ নাছির উদ্দীন দায়িত্ব পালন করছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন