রাজশাহীতে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত

  16-11-2018 10:36AM


পিএনএস ডেস্ক: রাজশাহীর হরিপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আহত হয়েছেন আরও ১০ যাত্রী। তবে প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেন। আহত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাজশাহীর দামকুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ গণমাধ্যমকে জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। যাত্রীবাহী ওই বাসটি হরিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি নিহত হন। আহত হন আরও কমপক্ষে ১০ জন যাত্রী।

ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন