ঝালকাঠিতে বিশেষ শিশু ও অভিভাবকদের নিয়ে ব্যতিক্রমী মিলনমেলা

  17-11-2018 02:11PM



পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি: সমাজে পিছিয়ে পড়া বিশেষ শিশু (প্রতিবন্ধী) ও তাদের অভিভাবকদের নিয়ে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক মিলনমেলা।

শনিবার সকাল ১১টায় স্থানীয় ঝালকাঠি শিশুপার্কে এ মেলা বসে। মেলায় আলোচনাসভা ও বিশেষ শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া ঝালকাঠি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে হুইল চেয়ার, স্ট্যান্ডিং ফ্রেম, হিয়ারিং এইড, কর্নার চেয়ারসহ ১৪১টি উপকরণ বিতরণ করা হয়।

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন বেসরকারি সংস্থা ব্যতিক্রমী এ মেলায় সহযোগিতা করে।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে ঝালকাঠি জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জোবায়েদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জি।

অনুষ্ঠানে জেলার ৭টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ ৫শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন