ভাত চাওয়ায় ষাটোর্ধ্ব মাকে মারধর!

  17-11-2018 07:36PM

পিএনএস, বরগুনা প্রতিনিধি: বাবা মারা যাওয়ার আট দিন পার না হতেই ছেলের কাছে ভাত খেতে চাওয়ায় ষাটোর্ধ্ব মা রাবেয়া বেগমকে মারধর করার অভিযোগ উঠেছে সৎছেলে মো. নুহুর বিরুদ্ধে। বর্তমানে মা রাবেয়া বেগম পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পাতিবার রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে এ নির্মম ঘটনা ঘটে।

আহত মা রাবেয়া বেগম (৬৫) পাথরঘাটা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা আতাহার উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। স্বামী মাওলানা আতাহার উদ্দিন ৮ নভেম্বর মারা যান।

আহত মা রাবেয়া বেগম বলেন, আমরা স্বামী-স্ত্রী বড় ছেলে মাওলানা নুহুর ঘরেই থাকতাম। ৮ নভেম্বর আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমাকে খাবার দিত না। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানিয়ে বৃহস্পতিবার রাতে নুহুর ঘরে ভাত খেতে চাওয়ায় নুহু বিছানা থেকে নামিয়ে মারধর করে।

এ বিষয় ছেলে নুহু মিয়া বলেন, আমার বিরুদ্ধে ছোট ভাই ফাহিম ষড়যন্ত্র করছেন। আমি মাকে মারিনি, বিছানা থেকে হাত ধরে টেনে খাবার খেতে ডেকেছি মাত্র।

পাথরঘাটা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার উল্লাহ বলেন, রাবেয়ার হাত ও হাটুতে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন