ডিমলায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  20-11-2018 05:35PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি প্রসব পরবর্তী পরিবার পরিকল্প পদ্ধতি নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ২০ নভেম্বর উপজেলা হলরুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২৪ হতে ২৯ নভেম্বর ২০১৮ উপজেলা ল্যানপ্লান শো-প্রজেক্টের সহযোগিতায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ,ডিমলা, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার, ভাইস চেয়ারম্যান- অধ্যাপক মজিবুর রহমান, আয়শা সিদ্দিকা, ডিমলা থানা অফিসার ইনচার্জ- মফিজ উদ্দিন শেখ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মহসীন (মেডিকেল অফিসার এমসিএইচ-এফপি)।

এ ছাড়াও ডিমলা সদর ইউ.পি চেয়ারম্যান আবু কাসেম সরকার, বালাপাড়া ইউ.পি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, ঝুনাগাছ চাপানী ইউ.পি চেয়ারম্যান আমিনুর রহমান, খালিশা চাপানী ইউ.পি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, নাউতারা ইউ.পি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন, খগা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, গয়াবাড়ী নবাগত ইউ.পি চেয়ারম্যান সামছুল ইসলাম, পশ্চিম ছাতনাই ইউ.পি চেয়ারম্যান আনোয়ার হোসেন, নবাগত টেপা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান মইনুল হক সহ ইউ.পি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যেদীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতি সেবা ১০টি ইউনিয়নে ক্যাম্পিং অনুষ্ঠিত হবে। এতে ল্যান শো প্রকল্পে উপহার সামগ্রী প্রদান করা হবে মর্মে জানা গেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন