ডিমলায় জন্ম নিবন্ধন করণ ও বাল্য বিবাহ বন্ধে কর্মকৌশল নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  20-11-2018 07:37PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় ২০ নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে জন্ম নিবন্ধন করণ ও বাল্য বিবাহ বন্ধে কর্মকৌশল নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক নাজিয়া শিরিন (নীলফামারী)। বিশেষ অতিথি ছিলেন- উপ-পরিচালক স্থানীয় সরকার আব্দুল মোতালেব (নীলফামারী)। এছাড়াও উপস্থিত ছিলেন-বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ,ডিমলা, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার, ভাইস চেয়ারম্যান- অধ্যাপক মজিবুর রহমান, আয়শা সিদ্দিকা, ডিমলা থানা অফিসার ইনচার্জ- মফিজ উদ্দিন শেখ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মহসীন (মেডিকেল অফিসার এমসিএইচ-এফপি)।

উক্ত কর্মশালায় অংশগ্রহন করেন- ১০টি ইউ.পি চেয়ারম্যান সহ তার পরিদের সদস্যবৃন্দ, উপজেলা সরকারী/বে-সরকারী দপ্তরের কর্মকর্তা/কর্মচারী,সাংবাদিক, কাজী,মৌলভী প্রমুখ। উল্লেখ্য যে, বক্তাগণ বাল্য বিবাহের কুলফ,বাল্য বিবাহ দাতা,সহযোগিতাকারী,বর-কনে,বাল্য বিবাহ আইনে ৬ মাস থেকে ২ বৎসর কারাদন্ড, নগদ অর্থদন্ড সহ বিষদ আলোচনা পেশ করেন। এ বিবাহযোগ্য বন্ধে সকলের ঐক্য প্রচেষ্ঠা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। গ্রাম/মহল্লায় যে স্থানে বাল্য বিবাহ অনুষ্ঠিত হবে সে ব্যাপারে আপনাদের হস্তক্ষেপ করতে হবে। এর পাশাপাশি সচিব, উদ্যোক্তা, গ্রাম প্রতিরক্ষা বাহিনী তথা সকল স্তরের সচেতন ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করছি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন