ইনসাফ ডায়ানোষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  20-11-2018 08:41PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ চরপাড়াস্থ ইনসাফ ডায়ানোষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক উজ্জ্বলের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে চরপাড়া সকল এলাকাবাসীর ব্যানারে নগরীর চরপাড়া মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে নগরীর চরপাড়া সকল এলাকাবাসীর ব্যানারে চরপাড়া মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে অংশগ্রহনকারীরা ইনসাফ ডায়ানোষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক উজ্জ্বল এর উপর হামলাকারী শাওনকে দ্রুত গ্রেফতারের দাবি এবং হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন-বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার ১৪নং ওয়ার্ডের সাবেক কাউনন্সিলর মোঃ দুলাল উদ্দিন দুলাল, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ জালাল হৃদয়, প্রান্ত স্পেশালাইজড এর মালিক মনসুর আহমেদ চন্দন, মহানগর আওয়ামীলীগের সদস্য বায়েজিদ, মহানগর আওয়ামীলীগের সদস্য শাহীন, ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিছ, আসাদুজ্জামান রুমেল, মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক সাগর চৌধুরী, হামলায় আহত ইনসাফ ডায়ানোষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক উজ্জ্বল প্রমূখ।

এসময় মানববন্ধনে অংশগ্রহনকারীরা ইনসাফ ডায়ানোষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক উজ্জ্বলের উপর হামলাকারীদের ২৪ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, ময়মনসিংহ নগরীর চরপাড়াস্থ ইনসাফ ডায়ানোষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক উজ্জ্বলের উপর গত ২০/১১/১৮ তারিখ রাতে হামলা হয়। পরে ওই হামলার প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানায় ফজলুল হক উজ্জ্বল নিজেই হামলাকারী শাওনসহ ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনের নামে লিখিত অভিযোগ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন