ডিমলায় আর্ন্তজাতিক শিশু দিবস পালিত

  20-11-2018 09:01PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার ৬নং নাউতারা ইউনিয়ন ফেডারেশন মাঠ প্রাঙ্গনে এন্ডিং চাউল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস, ইনপাউআরসেন্ট প্রকল্প (ইউনিসেফ) আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় ও মোছাঃ সুলতানা, ইউনিয়ন ফেসিলেটেটর (ই.সি.এম-এ.ই) প্রজেক্ট-আরডিআরএস বাংলাদেশ ইউনিসেফের অর্থায়নে আর্ন্তজাতিক শিশু দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী নাউতারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষীণ শেষে ফেডারেশন মাঠ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিশোর মোঃ আরশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- কিশোরী মোছাঃ মুন্নি আক্তার। সভাপতিত্ব করেন-ফেডারেশন চেয়ারম্যান- মোঃ আবুল কাসেম। সভায় ১ম পর্বে আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা ও শেষে কুইজ প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন