গাইবান্ধায় মানবাধিকার দিবসে আদিবাসী-দলিতদের মানববন্ধন

  10-12-2018 04:50PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার গাইবান্ধা শহরের কাচারী বাজার এলাকায় এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হিউম্যান রাইটস্ প্রোগ্রাম, ইউএনডিপি’র এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বনের আয়োজনে এসব কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

এসব কর্মসূচীতে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, মানবাধিকার কর্মী- রাজনীতিক ওয়াজিউর রহমান রাফেল, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, নারী নেত্রী আফরোজা বেগম লুপু, অবলম্বন সংস্থার নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ মাসুদ হাসান লিচু, মানবাধিকার কর্মী কাজী আব্দুল খালেক, অঞ্জলী রাণী দেবী, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, দলিত নেতা খিলন রবিদাস প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন