দক্ষতার পরিচয় দিয়ে পুরস্কার জিতলেন পুলিশ কর্মকর্তারা

  11-12-2018 05:43PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম।

নভেম্বর মাসের কার্য সম্পাদনের ভিত্তিতে ১৯ জন পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট এবং ১০ জনকে অর্থ পুরস্কার প্রদান করা হয়। বিশেষভাবে সম্মানিত করা হয় পুলিশ লাইন্স স্কুল ও কলেজের প্রিন্সিপাল শাহাদাত আলম ঝুনুকে। অবসর গ্রহণ করা তিনজন পুলিশ সদস্যকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়। চৌকস কার্য সম্পাদনের জন্য শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার পেয়েছেন গাবতলী সার্কেল এএসপি তাপস কুমার পাল এবং আদমদিঘি সার্কেল এএসপি আলমগীর রহমান। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বিবেচিত হয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। শ্রেষ্ঠ টিআই হয়েছেন রাশেদুল ইসলাম। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে পুরস্কৃত হয়েছেন ইন্সপেক্টর আসলাম আলী (ডিবি), ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক (আদমদিঘি থানা), এসআই আব্দুর রহিম (সদর থানা), এসআই খায়ের উদ্দিন (সারিয়াকান্দি থানা)। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে পুরস্কৃত হয়েছেন মোকামতলা তদন্ত কেন্দ্রের এসআই শামীম আক্তার। চৌকস কার্যসম্পাদনের জন্য আরো পুরস্কৃত হয়েছেন এসআই (সশস্ত্র) আমিনুল ইসলাম, এএসআই মোতাহার হোসেন (ডিএসবি), এএসআই রুহুল আমিন (ডিবি), এএসআই রুস্তম ফারুক ( সান্তাহার ফাড়ি), এএসআই ইলিয়াস হোসেন (সদর থানা), এএসআই রফিকুল ইসলাম (শেরপুর থানা), এসআই নূর আলম (সদর থানা) এসআই শহিদুল ইসলাম (ফুলবাড়ি ফাড়ি), এসআই জাহাঙ্গীর কবির ( শাজাহানপুর থানা)। শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছেন সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডল।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার ওসি উপস্থিত ছিলেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী মুঠোফোনে এতথ্য নিশ্চিত করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন