ডিমলায় অতি দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ

  11-12-2018 09:16PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অতি দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়।

আজ ১১ডিসেম্বর(মঙ্গলবার)বিকালে ঝুনাগাছচাপানী গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে সংগঠনের সকল সদস্যদের উপস্থিথিতে শীতবস্ত্র বিতরন করা হয়। বিতরনের শুরুতে ঝুনাগাছচাপানী গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি আঃরাজ্জাক-এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠি হয়। এতে ব্ক্তব্য রাখেন ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী,উর্দ্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক টি,ইউ,পি কর্মসূচি আজিজুল ইসলাম, ব্র্যাক প্রতিনিধি নীলফামারী রইস উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক টি,ইউ,পি কর্মসূচি, এস,এস(সি,এম)টি,ইউ,পি, শহিদুল ইসলাম,শাখা ব্যবস্থাপক টি,ইউ,পি,কর্মসূচি, আব্দুল কাইয়ূম,টি,ইউ,পি,শেখ জামান হোসাইন, পি,ও সৈয়দা মাহুফুজা,পি,ও পারুল রানী,প্রমুখ। এর পর ঝুনাগাছচাপানী গ্রাম সামাজিক শক্তি কমিটির ১ শত ৪০জন অতি দরিদ্র নারীকে শীতবস্ত্র প্রদান করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন