নরসিংদীর ৫টি আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার শুরু

  11-12-2018 10:14PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর ৫টি আসনে প্রার্থীদের মধ্যে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক পাওয়ার পরপরই নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের মিছিল ও জনসংযোগ শুরু করতে দেখা গেছে আসনগুলোতে। তবে অনেকেই মঙ্গলবার থেকে পুরোদমে নির্বাচনী প্রচারণায় যাবেন বলে জানা গেছে। দলীয় মনোনয়নের প্রার্থীদের প্রতীক আগে থেকে জানা থাকায় কর্মীরা আগেই ব্যানার, লিফলেট ও পোস্টারসহ প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

নরসিংদী-১ (সদর) নরসিংদী সদর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দোয়া মাহফিলের পর নির্বাচনী প্রচার শুরু করেন। শহরের বৌয়াকুড় মহল্লার নিজ বাড়ীতে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পূর্বে সবার কাছে দোয়া কামনা করেন। অতীতের মতো আবারো জনগণের সেবা করতেই তিনি এবারও প্রার্থী হয়েছেন বলে জানান তিনি। এবারও নির্বাচিত হলে নরসিংদীর উন্নয়নসহ নরসিংদীবাসীর পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। এসময় নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া,নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান,নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু,নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী,সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ,নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু,সাধারণ সম্পাদক আহসানুল হক রিমন,নরসিংদী জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাসিবুল হাসান মিন্টু, নরসিংদী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সালসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

নরসিংদী-২ (পলাশ) প্রতীক পাওয়ার দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুল আশরাফ খান দিলীপকে সাথে নিয়ে মিছিল বের করে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। মঙ্গলবার থেকে প্রচারনা বাড়বে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

নরসিংদী-৩ (শিবপুর) প্রতীক পাওয়ার পর উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মিটিং করেন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মনজুর এলাহী। এসময় উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার,সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আক্রামুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একই আসনে প্রতীক পাওয়ার পর মোটরশোভাযাত্রা নিয়ে নির্বাচনী প্রচারনায় নেমেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহিরুল হক মোহন। তিনি একাধিক স্থানে পথসভায় নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ খান,সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন বর্তমান সংসদ সদস্য, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। তিনি পুরান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ সহ বেশ কয়েকটি স্থানে উঠান বৈঠক করেন। এসময় তার প্রতীক সিংহ মার্কাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) দলীয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী এলাকায় প্রচারনায় নেমেছেন আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। পোস্টার,ব্যানার সাটানোসহ নির্বাচনী প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন দলীয় নেতাকর্মীরা। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফজলুল হক,সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়,পৌর মেয়র আমিনুর রশিদ সুজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নরসিংদী-৫ (রায়পুরা) প্রতীক পাওয়ার পর রায়পুরায় নির্বাচনী প্রচারনায় নেমেছেন ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় এবং ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। এছাড়াও অন্যান্য প্রার্থীরা মঙ্গলবার থেকে পুরোদমে নির্বাচনী প্রচারনায় নামবেন বলে জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন