লক্ষ্মীপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

  12-12-2018 07:41PM

পিএনএস, লক্ষ্মীপুর সংবাদদাতা : ডিজিটাল বাংলাদেশ হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১২ ডিসেম্বর (বুধবার) ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সদর ফাহমিদা মুস্তফা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবু জাফর, লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, সহকারী কমিশনার রাজিব হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো: মাকসুদুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় মোট ৭ জন বিজয়ীর মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

এসময় বিভিন্ন সরকারী বেসরকারী, শিক্ষক প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন