নোয়াখালী-৫ : কাদেরের পক্ষে কাজ করছে নারী ভোটার

  14-12-2018 06:22PM

পিএনএস (নোয়াখালী প্রতিনিধি) : নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে নারী ভোটারদের সমর্থন বেড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের দুই উপজেলায় নৌকার পক্ষে নারী ভোটারদের গণসংযোগ লক্ষনীয়।

ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্ব কালীন ভাতা, শিশুদেরকে উপবৃত্তি, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখাসহ এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগের তুলনায় এবার ওবায়দুল কাদেরকে পছন্দ করছেন অধিকাংশ নারী ভোটার।

উপজেলা কবিতা পরিষদের সাধারন সম্পাদক নাজমা বেগম শিফা পিএনএসকে জানান, আগে নিরাপত্তার অভাবে নারীরা ঘরের বাহির হতো না। এখন সার্বিক নিরাপত্তার কারণে নারীরা নিজেদের প্রয়োজনে ঘরের বাহির হচ্ছে এবং অনেক কিছু বুঝতে শিখেছে। তাই এবার ১০ বছর পর জাতীয় নির্বাচন পেয়ে নারীরা ব্যাপকভাবে নৌকার প্রচারণায় নেমেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনের মোট ভোটার ৩ লাখ ৩১ হাজার ৭৩৫ জন, এরমধ্যে পুরুষ ভোটার একলাখ ৬৮ হাজার ১৫৬ জন ও নারী ভোটার একলাখ ৬৩ হাজর ৫৭৯ জন। ২০০৮ সালের তুলনায় ভোটার বেড়েছ ৬৯ হাজার ৫১২ জন। এখানে পুরুষ ভোটারদের বড় একটি অংশ প্রবাসে থাকায় কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি হয় বেশি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন