শেরপুরে শহীদ বুদ্ধিজীবি ও হানাদারমুক্ত দিবস পালন

  14-12-2018 08:39PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে শহীদ বুদ্ধিজীবি ও হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (১৪ডিসেম্বর) বিকেলে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনসভার আয়োজন করা হয়। সভার শুরুতেই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার। এছাড়া অন্যদের মধ্যে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিমাই ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, নির্বাহী সদস্য শাহ জামাল কামাল, শহিদুল ইসলাম শাওন, আবু জাহের, আব্দুল ওয়াদুদ, মাহফুজ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য: ১৯৭১সালের ১৪ডিসেম্বর এদিনেই শেরপুর উপজেলা হানাদারমুক্ত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন