লক্ষ্মীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

  18-12-2018 04:02PM

পিএনএস, লক্ষ্মীপুর সংবাদদাতা : অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায় বিচার এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১৮ অক্টোবর (মঙ্গলবার) লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বর্পূন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্মীপুরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, ইসলামী ব্যাংক জেলা শাখার ব্যবস্থাপক মো: নুরুল্যা, প্রবাসী কল্যাণ ব্যাংক জেলা ব্যবস্থাপক কাওসার হোসেন মজুমদার, ইউনিয়ন ব্যাংক শাখা ব্যবস্থাপক মনির হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংকসহ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন