লক্ষ্মীপুরে আমন চাল সংগ্রহ অভিযান শুরু

  18-12-2018 05:21PM

পিএনএস, লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর খাদ্য বিভাগ ৩৬ টাকা ধরে মিল মালিকদের কাছ থেকে চাল ক্রয় শুরু করেছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা খাদ্য বিভাগের সামনে এ চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: সাহেদ উদ্দিন, উপজেলা কর্মকর্তা মো: রামিম পাঠান, খাদ্য পরিদর্শক মাইন উদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা কর্মকর্তা মো: রামিম পাঠান সাংবাদিকদের জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত মিল মালিকদের কাছ থেকে এই চাউল সংগ্রহ করা হবে। এ বছর জেলায় ৪ হাজার ২ শত মে: টন চাউল সংগ্রহ করা হবে। এসময় জেলা-উপজেলার খাদ্য কর্মকর্তা ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন