ডোমারে জামায়াত নেতা গ্রেপ্তার

  19-12-2018 09:48AM


পিএনএস, নীলফামারী: নীলফামারীর ডোমারে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে উপজেলা জামায়াতের সেক্রেটারী খন্দকার মোহাম্মদ আহমেদুল হককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার পশ্চিম চিকনমাটি পল্টন পাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১৫ ডিসেম্বর রাতে সদর ইউনিয়নের মঞ্জুরপাড়া গ্রামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে যায় পুলিশ। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারী খন্দকার মোহাম্মদ আহমেদুল হকের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা সৃষ্টি ও হামলা চালিয়ে একজন কর্মকর্তাসহ দুইজন সদস্যকে আহত করে। ঘটনাস্থল থেকে চারজন শিবির কর্মীকে আটক করা হয়। এ ঘটনায় নামীয় সাতজনসহ অজ্ঞাত ৯০ জনের নামে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় খন্দকার মোহাম্মদ আহমেদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদ আলী ব্যাপারী বলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী খন্দকার মোহাম্মদ আহমেদুল হক পুলিশের কাজে বাধা ও হামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন