ডিমলা মালীপাড়া বাসীর আশা পূরণ

  13-01-2019 05:21PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল মালীপাড়ায় একটি ব্রীজ নির্মাণের। নীলফামারী ডিমলা উপজেলার ৬নং নাউতারা ইউনিয়নে ৫নং ওয়ার্ডের হোডলডোকলার কুড়ার ওপর ডিমলা ত্রান শাখার বাস্তবায়নে ৩৩ লক্ষ টাকা ব্যায়ে ৪৪/১৪ফুট দৈর্ঘ্যরে একটি ব্রীজের নির্মান কাজ শুরু হয়।

১৩ জানুয়ারী সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় নির্মাণ কাজ পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা উপ সহঃ প্রকৌশলী ফেরদৌস আলম। এছাড়াও উপস্থিত ছিলেন চায়না কন্সট্রাকশন ডোমার ঠিকাদারী প্রতিষ্ঠানের ইঞ্জিঃ কাম ব্যবস্থাপক আল-আমিন, সাইড ম্যানেজার লিটন প্রমূখ।

মালীপাড়া বাসীর প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে গ্রামবাসীর মধ্যে চৌধুরী, হামিদুল ইসলাম, মেহের, এলও তহিদুল ও মহির উদ্দিন বলেন “হামার বাব-দাদা চৌদ্দ পুরুষের আমল থেকে এই পুল(ব্রীজ) টা চেয়া আসিছি, কাহয় পুল কান দেয়না। এবার পুলকান হওয়াতে হামা সবায় খুশি, এই জন্যে শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই। এখন শুধূ কাজটা ভালো হইলেই হয়।”

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন