সুন্দরগঞ্জে তিস্তা নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

  13-01-2019 08:48PM

পিএনএস, সুন্দরগঞ্জ,(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ও কাপাশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যপক আকারে নদী ভাঙ্গন ও অবদাবাধ রক্ষার লালচামার হাট, কচিমবাজার সহ শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তভূগীসহ সর্বস্তরের জনগন গতকাল রবিবার তিস্তা নদীর ঘাটে কাচারের উপর মানববন্ধন কর্মসুচী পালন করে।

সুন্দরগঞ্জ উপজেলার মানবাধিকার কর্মি নুরে আলম সিদ্দিকীর আহ্বানে উপজেলার লালচামার ও কাপাশিয়া পয়েন্টে মানব বন্ধন চলাকালীন বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন আহ্বায়ক মেহেদী মোস্তফা মাসুম, মানবাধিকার কর্মি নুরে আলম সিদ্দিকী, আহ্বয়ক নদী ভাঙ্গন রোধ কমিটি ও সুয়াইবুল ইসলাম (কুমকুম)প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে তিস্তা নদী ভাঙ্গন ও অবদাবাধ রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দুরুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন