হবিগঞ্জে হত্যা মামলায় ৫২ জন কারাগারে

  13-01-2019 08:59PM

পিএনএস ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের মতিউর রহমান হত্যা মামলায় ৫২ জন আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের আদালত তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এর আগে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করলে বিচারক তা নামঞ্জুর করেন।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের সাবেক ইউপি মেম্বার আরজু মিয়া এবং আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত ১৩ ডিসেম্বর আরজু মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় ফরিদ মিয়ার পক্ষের লোকজনও পাল্টা হামলা চালালে তাদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে।

এতে মতিউর রহমান নিহত এবং আরও অন্তত ৫০ জন আহত হন। এ ঘটনায় মতিউর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে ১৭ ডিসেম্বর আরজু মিয়াকে প্রধান আসামি করে ৭২ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামি আরজু মিয়াসহ ৫২ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পিএসএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন