ডিমলায় সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত

  14-01-2019 08:46PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানীর অর্ন্তগত ডালিয়া চাপানী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৪ জানুয়ারী সকাল ০৮ টায় ডালিয়া চাপানী সনাতন ধর্মী সৎসঙ্গীবৃন্দের উদ্দ্যোগে এবং সর্বস্তরের মানুষের আর্থিক সহযোগিতায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩১ তম জন্ম বার্ষিকী মহোৎসব ও ধর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মহোৎসব, আয়োজক কমিটির সভাপতি দশরথ চন্দ্র রায় , উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (এস,পি,আর) সম্পাদক , সৎসঙ্গ বাংলাদেশ শ্রী ধৃতব্রত আদিত্য, বিশেষ অতিথি শ্রীশ্রী ঠাকুরের ভাবধারায় আদর্শ সমাজ গঠনে নারীর ভূমিকা সর্ম্পকে আলোচনা পেশ করেন পাটগ্রাম, লালমনিরহাট থেকে অঞ্জলী চক্রবর্তী ও ডিমলা গয়াবাড়ী থেকে রীপা রায়, আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮ নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান ও পার্শ্ববর্তী ৭ নং খালিশা চাপানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান সরকার চেয়ারম্যানদ্বয় বলেন সনাতন ধর্মালম্বীরা ধীরে ধীরে অস্তিত্বের সংকট বরণ্য বৈষম্য দূরীকরন, যৌতুক প্রথা উচ্ছেদ , অপসংস্কৃতি পরিহার, বাল্য বিবাহ প্রতিরোধ শাস্ত্রের অপব্যাখ্যাসহ বিভিন্ন দিক উল্লেখ করেন এবং উপস্থিত সকল ভক্তদের শান্তি কামনার পাশাপাশি সমগ্র দেশ ও জাতির কল্যান কামনা করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন