বরিশালে শহীদ আসাদের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

  20-01-2019 10:12PM

পিএনএস, বরিশাল প্রতিনিধি : বরিশালে যথাযোগ্য মর্যাদায় ১৯৬৯ এর গণআন্দোলনের নায়ক ও ছাত্রনেতা শহীদ আসাদের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার সকাল ১১টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রক্ষিত শহীদ আসাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আসাদ পরিষদ, বাসদ, বাম গণতান্ত্রিক জোট সহ বিভিন্ন সংগঠন। পরে অশ্বিনী কুমার হলের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক জলিলুর রহমান সহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা গণআন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন