চোরাকারবারীদের সঙ্গে বিজিবির গোলাগুলিতে কিশোর নিহত

  22-01-2019 09:29AM


পিএনএস ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে চোরাকারবারীদের সঙ্গে বিজিবির গোলাগুলিতে এক কিশোর নিহত হয়েছে। সোমবার রাতে সুনাতনপুঞ্জি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান সুরইঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সুরত আলী। এ ঘটনায় বিজিবির চার সদস্যও আহত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত সিরাজ আহমদ (১৫) ওই উপজেলার সুনাতনপুঞ্জি গ্রামের আব্দুল মুতলিবের ছেলে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ গণমাধ্যমকে বলেন, গতকাল রাত ৭টার দিকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের একটি দল সীমান্তবর্তী সুনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাকারবারীদের আনা ২৫ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেন।

তিনি আরো বলেন, সে সময় শতাধিক চোরাকারবারী একত্রিত হয়ে সিগারেট ছিনিয়ে নিতে বিজিবির ওপর পাথর ও গুলি ছুড়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সিরাজ আহমদ নামের ওই কিশোর।”

এদিকে বিজিবি জানিয়েছে, এই সংঘর্ষে আহত বিজিবির এসিপি সাইদ, নায়েক ইমাম, নায়েক নুর নবীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন