ডিমলায় যুব উন্নয়ন অধিদপ্তরে প্রয়োজনীয় জনবলের চরম সংকট

  13-02-2019 04:22PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে প্রয়োজনীয় জনবলের চরম সংকট। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের সিংহ ভাগ বেকার জনগোষ্টীকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, ঋণ প্রদান, আত্মকর্মসংস্থান তৈরী করত। কিন্তু এই মহৎ প্রতিষ্ঠানটি জনবলের অভাবে পারছে না এগিয়ে যেতে। সরেজমিনে গিয়ে জানা যায় উক্ত অধিদপ্তরে প্রয়োজনীয় জনবল থাকার কথা ৭ জন। তারা হলো ১ জন হচ্ছে কর্মকর্তা, ৩ জন ক্রেডিট সুপারভাইজার, ১ জন অফিস সহকারী, ১ জন ক্যাশিয়ার, ১ জন অফিস সহায়ক। তন্মমধ্যে ২০১৪ সাল হতে অধ্যবদী পদশূন্য অবস্থায় রয়েছে কর্মকর্তা -১, ক্রেডিট সুপারভাইজার-২, অবশিষ্টদের নিয়ে কোন রকমে চলছে এই প্রতিষ্ঠানটি।

অতএত সংশ্লিষ্ঠ কতৃপক্ষ যেন অতিদ্রুত শূন্য পদ পূরণ এবং এই উপজেলার সুবিধা ভোগী জনগোষ্ঠীকে প্রশিক্ষনের মাধ্যেমে আত্মনির্ভরশীল হওয়ার সুবিধা থেকে বঞ্চিত না করেন এমনটায় দাবি জানিয়েছেন উপজেলার বিজ্ঞ সুধীসমাজ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন