সোনাদিয়া দ্বীপ থেকে ৩১ রোহিঙ্গা উদ্ধার

  13-02-2019 10:56PM

পিএনএস ডেস্ক: সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারকালে এবার মহেশখালীর সোনাদিয়া প্যারাবন থেকে নারী ও শিশুসহ ৩১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সোনাদিয়ার মগচর প্যারাবন থেকে তাদের উদ্ধার করে।

মহেশখালী থানার ওসি (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, একটি সংঘবদ্ধচক্র সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য এসব রোহিঙ্গাকে জড়ো করেছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সোনাদিয়ার মগচরের মাজারের সামনের প্যারাবন থেকে ৩১ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ১১ পুরুষ, ১৪ নারী ও ৬ শিশু রয়েছে।

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোনাদিয়ার গহীন প্যারাবনে উদ্ধার অভিযান চলছিল বলে জানান ওসি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় পাচারকারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত এক সপ্তাহে টেকনাফ-উখিয়া সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় পাচারকালে প্রায় শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি-পুলিশ। তাদের স্ব স্ব ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন