তানোরে ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

  14-02-2019 03:44PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোরে এক মাদকসেবী ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার বিকেলে তানোর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত আশিক আলী (২৩) তানোর উপজেলার রায়তন বরশো গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক সেবন করে তার পরিবারের লোকজনের সঙ্গে প্রায়ই নির্যাতন করে টাকা পয়সা আদায় করতো আশিক। পরে নির্যাতন সইতে না পেরে তার মা ফরিদা বেগম তানোর থানা পুলিশের কাছে আশিককে সোপর্দ করেন। পরে আশিক আলীকে ভ্রাম্যমাণ আদালতে নিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

পিএসআই নাজমুল হক মৃধা জানান, সাজাপ্রাপ্ত আশিক মাদক সেবন করে প্রতিনিয়ত বাড়িতে স্ত্রীকে মারধর করে বাড়ির আসবার পত্র ভাঙ্গচুর ও অশান্তির সৃষ্টি করতো। তাই তার মা আমাদের হাতে আশিককে তুলে দিলেন। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন