ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

  15-02-2019 06:03PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ২১-ফেবরুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদ্যাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার মুনের সভাপ্রতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ছারোয়ার আলম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকা প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার, ভেটেরিনারী সার্জন সাইদুর রহমান, উপজেলা পরিচালন ও (ইউ.জি.ডি.পি) উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লুৎফর রহমান, ডি,আর,ইউ এর সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর রেজা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাতৃভাষা দিবস পালন উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির আলোকে কতিপয় কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিসমূহ বাস্তবায়নে সভায় উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন