সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

  15-02-2019 06:51PM

পিএনএস : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর বড়াল নদীতে সাঁতার শিখতে গিয়ে আব্দুল্লাহ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আড়ানী পৌর এলাকার খয়েরমিল ভারতীপাড়া বড়াল নদীতে এ ঘটনা ঘটে। পরে রাজশাহী ফায়ার স্টেশনের কর্মীরা আব্দুল্লাহর লাশ উদ্ধার করে।

আব্দুল্লাহ হামিদকুড়া গ্রামের আবদুল আজিজের পুত্র। সে আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, আব্দুল্লাহ তার ফুফাত ভাই মোশারফ হোসেনের সঙ্গে বড়াল নদীতে গোসল করতে ও সাঁতার শিখতে যায়। গোসল শেষ করে ফুফাত ভাই উপরে উঠে এসে দেখে তার ছোট ভাই নদীতে নেই। এ অবস্থায় স্থানীয়ভাবে তাকে অনেক খোঁজ করে না পাওয়ায় এক পর্যায় রাজশাহীর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে নদী থেকে আব্দুল্লাহর লাশ উদ্ধার করে।

রাজশাহীর ফায়ার সার্ভিসের দল প্রধান আবদুল হাই বলেন, ঘটনাটি জানার পর আমরা বেলা ২ টার দিকে ঘটনাস্থলে যাই। ১৫ মিনিট খোঁজার পর মৃত অবস্থায় পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে জমা দেই।

বাঘা থানা অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, লোকমুখে ঘটনা শুনেছি। এ বিষয়ে একটি ইউডি মামলা রেকর্ড করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন