শেরপুরে তথ্য অধিকার আইন নিয়ে অবহিতকরণ সভা

  16-02-2019 09:20PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল করিম। বিশেষ অতিথির বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আব্দুস সাত্তার। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় সচিব আব্দুল করিম বলেন, তথ্য পাওয়া দেশের সব জনগণের অধিকার। তাই বর্তমান সরকার এ আইন বাস্তবায়নে কাজ করছে। আইনটি বাস্তবায়ন হলে জনগণের সঙ্গে সরকারের নিবিড় সম্পর্ক গড়ে উঠবে। একইসঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দপ্তরগুলোর কার্যক্রমে জবাবদীহিতা নিশ্চিত হবে। এজন্যই এই আইনটি সম্পর্কে গণসচেতনতা তৈরীর জন্য অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে বলে জানান এই অতিরিক্ত সচিব। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ নানা শ্রেণীর মানুষ অংশ নেন।


পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন