৪ ঘণ্টা পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল স্বাভাবিক

  18-02-2019 09:33AM




পিএনএস ডেস্ক: ঘন কুয়াশার কারণে ভোর রাত চারটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট কাঁঠালবাড়ী-শিমুলিয়ায়। প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকালে তা আবার চালু হয়েছে।

আজ সোমবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে।

ভোর ৪টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। পরে কুয়াশা কেটে গেলে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এ সময় মাঝপদ্মায় আটকে থাকে ৭টি ফেরি।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কুয়াশা কমে গেলে দৃষ্টিসীমা বাড়ায় সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন