রিটার্নিং কর্মকর্তার সামনেই মনোনয়নপত্র ছিনতাইয়ের চেষ্টা!

  18-02-2019 08:29PM

পিএনএস ডেস্ক : বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার সামনেই সদর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাফতুন আহমেদ খান রুবেলের মনোনয়নপত্র ছিনতাইয়ের চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। এসময় ছিনতাইয়ে বাধা দেওয়ায় সমর্থকদের মারধর করেছে বলে অভিযোগ করেছেন রুবেল।

চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, কর্মী-সমর্থকদের নিয়ে সোমবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা কাছে মনোনয়নপত্র জমা দিতে যাই। পরে রিটার্নিং কর্মকর্তার রুমের ভেতরে মনোনয়নপত্র জমা দেয়ার আগ মুহূর্তে প্রতিপক্ষের কয়েক জন নেতা-কর্মী হাত থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে আমার কর্মীরা বাধা দিলে তারা কিল-ঘুষি মারে। পরে রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এঘটনায় রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন