বকশীগঞ্জে নারীর নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন ও প্রতিবন্ধকতা বিষয় সংলাপ অনুষ্ঠিত

  18-02-2019 08:41PM

পিএনএস, বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে নারীর নেতৃত্ব বিকাশ, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ,নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন প্রতিবন্ধকতা হ্রাসকরণে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সোমবার বিকালে উপজেলা সম্মেলনকক্ষে অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে ওই সংলাপ অনুষ্ঠিত হয়।

উক্ত সংলাপে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক আকতার হোসেন, কৃষি ব্যাংক জব্বারগঞ্জ শাখার ২য় কর্মকর্তা রাশিদুজ্জামান , মেরুরচর ইউনিয়ন সিবিও এলায়েন্স কমিটিরসভাপতি শাহীনা আক্তার, সদস্য আক্তার আলী প্রমুখ।

সংলাপে নারীর নেতৃত্ব বিকাশ করতে নারীদের শিক্ষায় এগিয়ে নেয়া, নারীদের প্রতিবন্ধকতা দূর করতে বাল্য বিবাহ রোধ করা, ইভটিজিং রোধ করা, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে প্রবেশের অধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সিবিও সদস্যরা উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন